মঙ্গলবার, ২৮শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

গাজীপুরে নির্মানাধীন প্রকল্পে ভাঙচুর লুটপাট থানায় অভিযোগ

শেয়ার করুনঃ

গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর মহানগরের পুবাইলে পূর্ব শত্রুতার জের ধরে নির্মাণাধীন প্রকল্পে ভাঙচুর ও লুটপাটের  অভিযোগ উঠেছে। এসময় মারধর করা হয় প্রকল্পের নিরাপত্তা কর্মীকে।
এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী শাহাদাত হোসেন।
গত সোমবার মধ্য রাতে পুবাইলের বিন্দান এলাকায় এই ঘটনা ঘটে।
থানার অভিযোগ সুত্রে জানা যায়,   পুবাইলের বিন্দান মৌজায় নেপাল চক্রবর্তী ও গোপাল চক্রবর্তী নামে সনাতন ধর্মাবলম্বী দুই ভাইয়ের কাছ থেকে জমি রেজিস্ট্রি বায়না করেন শাহাদাত ও আলম সিকদার। এরপর নির্ধারিত জমিতে টিনসেড সিমানা প্রাচীর দিয়ে ভেতরে ফলজ গাছ লাগিয়ে সাইনবোর্ড লাগান তারা। জমি বায়না করার পর থেকে অভিযুক্তরা তাদের উপর নানা ভাবে হয়রানি করে আসছিল। তারই ধারাবাহিকতায় ২৭ অক্টোবর মধ্য রাতে অভিযুক্তরা দলবল নিয়ে প্রকল্পের ভেতরে ঢুকে ব্যাপক ভাংচুর চালায়। এসময় তারা প্রকল্পের নিরাপত্তা কর্মীকেও মারধরের একপর্যায়ে  প্রকল্পের ভেতরে থাকা বিভিন্ন প্রজাতির  গাছপালা কেটে ফেলে। এরপর প্রকল্পের নির্মাণ সামগ্রী টিন ও স্টীলের এঙ্গেল ধারালে যন্ত্র দিয়ে  কেটে  লুট করে নিয়ে যায়।
এবিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুবাইল থানার ওসি আমিরুল ইসলাম বলেন, এঘটনায় ভুক্তভোগীরা থানা একটি অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১