সোমবার, ৩রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শ্রীপুরে ১ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

শেয়ার করুনঃ

নিজস্ব সংবাদদাতা: গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী পাইটালবাড়ি এলাকা থেকে সিফাত ইসলাম (২৪) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার রাত আড়াইটার দিকে নিহতের নিজ বাস্থান থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহত সিফাত পাইটালবাড়ি গ্রামের বাদল মিয়ার ছেলে বলে জানা গেছে।

পুলিশ ও পরিবার সূত্রে জানায়, রাতের খাবার শেষে পরিবারের সবাই ঘুমিয়ে পড়ে। হঠাৎ মধ্যরাতে সিফাতের স্ত্রী আঞ্জুমান আক্তার চিৎকার করে উঠেন। এ সময় পরিবারের সদস্যরা গিয়ে দেখেন, সিফাত টিনশেড ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে।

নিহতের স্ত্রী আঞ্জুমান জানায়, রাতে সিফাতের সঙ্গে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। এর কিছুক্ষণ পর স্ত্রী ঘুমিয়ে পড়েন। কিছুক্ষণ পর ঘুম থেকে উঠে তাঁর স্বামী ঘরের আড়ার সঙ্গে ঝুলতে দেখে ডাক-চিৎকার দিলে পরিবারের লোকজন ও আশপাশের মানুষ ছুটে এসে তাঁকে ঝুলন্তাবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক সিফাতকে মৃত ঘোষণা করেন।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন সাদ্দাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে।

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০