গাজীপুর জেলা সংবাদদাতা: গাজীপুরের কোনাবাড়ি দেউলিয়াবাড়ি দক্ষিণপাড়া ঈদগা মাঠ এলাকায় ডোবার পানিতে গোসল নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। শিশু দুটি মাদ্রাসার শিক্ষার্থী ছিল।
রোববার (৬-জুলাই) সকাল অনুমানিক ১১টার সময় এ ঘটনা ঘটে। পুলিশ খবর পেয়ে এলাকাবাসীর সহযোগিতায় নিহত ওই দুই বাচ্চার মরদেহ উদ্ধার করেছেন।
নিহত শিশু দুটি হলো, রংপুর জেলার মিঠাপুকুর থানার বড় মির্জাপুর শঠিবাড়ী গ্রামের আকমলের ছেলে জুনায়েদ (১২) এবং সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার তাতলা গ্রামের মোঃ শামীমের ছেলে আব্দুল মমিন (ওরফে) স্বাধীন (১২)।
তাঁরা বাবা-মার সঙ্গে আশে-পাশেই ভাড়াবাসায় থেকে বাগানবাড়ি চার রাস্তার মৌড় এলাকায় আল ইসলামিয়া ক্যাডেট নামক মাদ্রাসার পঞ্চম শ্রেণিতে লেখা-পড়া করতো।
পুলিশ ও স্থানীয়রা জানান, আজ সকালে তাঁরা দুইজন মাদ্রাসার পাশের ডোবায় গোসল করতে নামে। ধারণা করা হচ্ছে, বাচ্চা দুইটি সাঁতার না জানার কারণে ডোবার মাঝখানে গর্তে তলিয়ে যায়। বেলা ১১টার দিকে ডোবার পাশেই ঈদগাহ মাঠে ফুটবল খেলছিলো কিছু ছোট্র ছোট্র বাচ্চারা। হঠাৎ তাঁরা দুইটি লাশ পানিতে ভাসতে দেখে
চিৎকার শুরু করে।
তাঁদের চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে এসে ডোবা থেকে শিশু দুটিকে ডাঙ্গায় তুলেন। এসময় ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ওই দুই শিশুর পরিবারের সদস্যরা এসে তাঁদের সন্তানদের সনাক্ত করে মরদেহ নিয়ে যান।
গাজীপুর মেট্রোপলিটন (জিএমপি) কোনাবাড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম বিষয়টি স্বীকার করে জানালেন, পরিবারের লিখিত আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্ত ছাড়াই শিশু দুইটির লাশ দাফনের আবেদন করায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তাঁরা ডোবার বৃষ্টির পানিতে গোসল করতে নেমেছিল সাঁতার জানতো না।