মঙ্গলবার, ৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

গাজীপুরে খাল দখলে জলাবদ্ধতা স্থানীয়দের মানববন্ধন প্রতিবাদ সমাবেশ

শেয়ার করুনঃ

গাজীপুর সংবাদদাতা:
গাজীপুর মহানগরীর গাছা কলমেশ্বর এলাকায় খাল দখল করে কারখানার ভবন নির্মাণে জলাবদ্ধতায় লাখো মানুষ।
খাল পুন:রুদ্ধারে স্থানীয়রা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২ টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাছা সড়ক সংলগ্নে ইউনিক ওয়াশিং এ্যান্ড ডাইং কারখানার সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, নাওজোর বাসন এলাকা থেকে খালটির উৎপত্তি।  গাছা কলমেশ্বর এলাকা হয়ে খালটি টঙ্গী তুরাগ নদীতে গিয়ে মিশেছে। এক সময় এই খাল দিয়ে চাষাবাদে পানি সেচ এবং মাছ ধরে জীবিকা নির্বাহ করত স্থানীয়রা। বর্তমানে কলকারখানার অবৈধ দখলে খালটির অধিকাংশ জায়গা। যার ফলে নগরীর ৩৪,৩৫ ও ৩৬নং ওয়ার্ডের বাসিন্দারা বর্ষা মৌসুমে জলাবদ্ধতায় পানি বন্দি হয়ে পড়েন।
এ বিষয়ে দফায় দফায় সিটি-কর্পোরেশনে লিখিত অভিযোগ দিয়েও কোন প্রতিকার পাননি।

মানববন্ধনে বক্তারা কারখানা কর্তৃপক্ষকে দায়ী করে বলেন, দীর্ঘ ১৭বছর ধরে আমরা “ইউনিক ওয়াশিং এন্ড ডাইং গার্মেন্টস” কারখানার সীমানা প্রাচীর দিয়ে খাল বেদখল বিষয়ে মিমাংশা করে জলাবদ্ধতা নিরসনের আহ্বান জানিয়ে আসছি। তারা তা মানছেন না। ফলে নগরীর তিনটি ওয়ার্ডের লাখো বাসিন্দারা রয়েছেন চরম দূর্ভোগে। পানি বন্দি হয়ে পড়ায় সন্তানাদিদের শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত, মসজিদ মাদ্রাসা ও গোরস্থানের কার্যক্রম হচ্ছে ব্যাহত।

মানববন্ধনে বক্তারা বলেন, অপরিকল্পিত এই কারখানাসহ কিছু বাসিন্দাদের গৃহস্থাপনা নির্মানের ফলেই এই ভোগান্তি।
স্থানীয় এক বাসিন্দা মানববন্ধনে এসে তার দূর্দশার বর্ণনা দেয়াকালীন সময়  আবেগাপ্লুত হয়ে কান্নাজড়িত কণ্ঠে অসুস্থ হয়ে পড়েন। এসময় তাকে স্থানীয়রা চিকিৎসার জন্যে হাসপাতালে নিয়ে যান।
মানববন্ধন শেষে ভূক্তভূগী বাসিন্দারা সিটি কর্পোরেশন গাছা আঞ্চলিক কার্যালয়ে ফের অভিযোগ দেন।
খবর পেয়ে তাৎক্ষণিক সিটি কর্পোরেশন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার সম্মূখে এলাকাবাসির মুখোমুখি হন কারখানা কর্তৃপক্ষের এ্যাডমিন ম্যানেজার মিজানুর রহমান।
তবে বাসিন্দারা এর স্থায়ী সমাধান না পেলে মহাসড়ক অচল করে দেয়ার হুঁশিয়ারিও দেন মানববন্ধনে।
মানববন্ধনে বক্তব্য দেন, গাছা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন খান, বিএনপি নেতা আউয়াল সরকার, জাহাঙ্গীর হাজারি, যুবদল নেতা ইউসুফ সরকার, জয়নাল আবেদীন, শরীফ সরকার, বেলায়েত মাস্টার, আজিজুর রহমান, সেলিম খান, ইদ্রিস মন্ডল, দেলোয়ার মির্জা প্রমুখ।

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০