গাজীপুর সংবাদদাতা:
গাজীপুরে রেষ্টুরেন্ট ব্যবসায়ির সফলতায় ঈষান্বিত হয়ে একটি কুচক্রি মহল নানাভাবে হয়রাণী করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সোমবার দুপুরে গাজীপুর মহানগরীর বোর্ডবাজারে একটি রেষ্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
রাধুনী রেষ্টুরেন্টের মালিক মোঃ হাবিবুর রহমান লিখিত বক্তব্যে বলেন, ১৭ বছর ধরে তিনি নগরীর বোর্ডবাজার এলাকায় সুনামের সাথে খাবার হোটেলের ব্যবসা করে আসছেন।
তার ব্যবসায়িক সফলতায় ঈষান্বিত হয়ে একটি কুচক্রি মহল তার বিরুদ্ধে একের পর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না থাকলেও তাকে বৈষম্যবিরোধী একটি মামলায় আসামী করে হয়রানির চেষ্টা করা হচ্ছে। তিনি অভিযোগ করেন, ইতিপূর্বে ওই মহলটি তাকে এবং তার ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালায়।
সংবাদ সম্মেলনে, ভবন মালিক আশরাফুল ইসলাম, ব্যবসায়ী নাজিম উদ্দিন, মোঃ আনোয়ার হোসেন, কবির মাল, জাহিদ হাসান, ফিরোজ আলম, মোঃ রিপু সুলতান, বিল্লাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।