গাজীপুর সংবাদদাতা:
নারীর ক্ষমতায়নে ইতিবাচক পরিবর্তন গণমাধ্যমের ভূমিকা বিষয়ক আলোচনা গাজীপুরে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে নগরীর টেকনগপাড়ায় সেন্টার ফর কমিউনিকেশন অ্যাকশন বাংলাদেশ (সি-ক্যাব) আয়োজিত কর্মশালায় পোশাক শিল্পে নারীর ক্ষমতায়নে গণমাধ্যমরে ইতবিাচক ভূমিকা এবং কিভাবে পোশাক শিল্পে নারী শ্রমকিদরে জীবন-ঘনিষ্ঠ কাহিনী গণমাধ্যমে উঠে আসতে পার, সেই বষিয়ে আলোচনা করা হয়।
এইচ অ্যান্ড এম ফাউন্ডশেনরে অর্থায়নে সি-ক্যাব ও ১৪টি সহযোগী সংস্থা ‘অপরাজিত’ প্রকল্পের মাধ্যমে নারী গার্মেন্টস র্কমীদরে ক্ষমতায়নে কাজ করছে। কর্মশালায় জানানো হয়, নব্বইয়ের দশকে যেখানে ৮০ ভাগ পোশাক শ্রমকি নারী ছিলেন, এখন তা ৫০-৬০ ভাগ নেমে এসেছে।
সিক্যাবের নির্বাহী পরিচালক সৈয়দ জনেই আল-মাহমুদ বলেন, “বাংলাদেশে তৈরি পোশাক শিল্পে মতো অন্যকোনো খাতে এতবিপুল সংখ্যক নারীদের কাজের সুযোগ নেই। পুরুষরা চাকরি হারালে বিকল্প কাজ পায়, কিন্তু নারীদের জন্য সেই সুযোগ সীমিত। তাই পোশাক খাতে নারী শ্রমিক কমে গেলে সেটা সামাজিক সমস্যা ও অর্থনীতিতে নীতিবাচক প্রভাব পড়বে।
বক্তারা জানান, প্রতিবেদনে তৈরি সময় নারীদের শুধুমাত্র ভুক্তভোগী হিসেবে না দেখে তাদের সফলতার গল্পগুলো তুলে ধরতে হবে। কর্মশালায় দেশের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন এবং পোশাকখাতে নিয়োজিত নারীদের জীবনমান উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
সিক্যাবের সিনিয়র প্রোগ্রামা অফিসার সিক্যাব ফারজিয়া আহমেদ ও হাসান জেমস ‘অপরাজিত’ প্রকল্পের র্কাযক্রম এবং নারী র্কমীদের ওপর পরিচালিত গবেষণা তথ্য তুলে ধরেন। কর্মশালার শীর্ষে সিক্যাব নারী পোশাক কর্মীদের নিয়ে গভীর বিশ্লেষণী প্রতিবেদন তৈরির জন্য দশজন সাংবাদিককে ফলোশিপ প্রদানের ঘোষণা দেয়।