নিজস্ব সংবাদদাতা:
টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে তিন মুসুল্লি নিহতের ঘটনায় এজহার ভুক্ত সাদপন্থী শীর্ষ আরেক নেতা জিয়া বিন কাসেমকে (৪৫)কে চট্রগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জিয়া বিন কাশেম ঢাকা জেলার সভার থানার বাসিন্দা। তিনি জুবায়ের পন্থীদের দায়ের করা মামলার ৬ নম্বর আসামি।
শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বায়ক হাবিবুল্লাহ রায়হান।
তিনি জানান, সা’দপন্থী কর্তৃক টঙ্গী হ’ত্যাকান্ডের মাস্টারমাইন্ড কাসিমকে চট্টগ্রাম ডবলমুরিং থানা পুলিশ শনিবার সকালে তাঁকে গ্রেপ্তার করেন। পরে তাঁকে টঙ্গী পশ্চিম থানায় হস্তান্তর করা হয়।
গাজীপুর মেট্রোপলিটন (জিএমপি) দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরউদ্দিন (নাসির) জানান,সাদপন্থীর শীর্ষ নেতা জিয়া বিন কাসেমকে চট্রগ্রামে থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে টঙ্গী পশ্চিম থানায় আনা হচ্ছে।