বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

ইজতেমা মাঠে সংঘর্ষের ঘটনায় সাদপন্থী নেতা মুয়াজ বিন নূরের তিন দিনের রিমান্ড

শেয়ার করুনঃ

নিজস্ব প্রতিবেদকঃ
গাজীপুরে টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে সংঘর্ষের ঘটনায় সাদপন্থী নেতা মুয়াজ বিন নূরের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন গাজীপুর চিফ মেট্রোপলটন আদালত-২। কোর্ট পুলিশ পরিদর্শক মো. আহসানুল্লাহ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পুলিশের পক্ষ থেকে সাতদিনের রিমান্ড আবেদন করলে বিজ্ঞ আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে ম্যাজিস্ট্রেট কোর্টের অতিরিক্ত চিফ আলমগীর আল মামুন শুনানি শেষে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

রবিবার (২২ ডিসেম্বর) সকালে আইনশৃঙাখলা বাহিনীর উপস্থিতিতে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাঁকে এজলাসে নিয়ে আসা হয়।

জানা গেছে, গেল শুক্রবার ভোর রাতে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে মুয়াজ বিন নূরকে অভিযানের মাধ্যমে গ্রেপ্তার করা হয়।
পরে সকাল ৭টার দিকে মেট্রোপলিটনের টঙ্গী পশ্চিম থানায় মুয়াজ বিন নূরকে হস্তান্তর করা হয়। তথ্যটি নিশ্চিত করেছেন তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বনয়ক হাবিবুল্লাহ রায়হান।

এর আগে গেল বৃহস্পতিবার সন্ধ্যায় সাদ অনুসারী ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকশ’ জনকে আসামি করে টঙ্গী পশ্চিম থানায় হত্যা মামলা করেন মাওলানা জুবায়ের অনুসারী আলম হোসেন।

প্রসঙ্গ: গেল ১৮ ডিসেম্বর তুরাগ তীরে ইজতেমা মাঠের দখল নিয়ে সংঘর্ষে জড়ায় যুবায়ের ও সাদপন্থীরা। এতে ৪জন নিহত হন। সংঘাতের পর ইজতেমা ময়দানসহ আশপাশের তিন কিলোমিটার এলাকাজুড়ে সব ধরনের সভা-সমাবেশ, অবস্থান, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। অনাকাক্সিক্ষত পরিস্থিতি এড়াতে মোতায়েন করা হয় আইনশঙ্খলা বাহিনী।

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০