নিজস্ব প্রতিবেদক: গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুজ্জামান কিরণকে ঝাঁড়ু দিয়ে পিটুনি দিলেন জনতা।
রোববার (৮ নভেম্বর) সকালে তাঁকে গাজীপুরে কোর্টে তোলার পর কোর্ট থেকে নিয়ে যাওয়ার পথে কোর্ট প্রঙ্গণে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সাধারণ জনতা উত্তেজিত হয়ে পুলিশ ভ্যানে তুলে নিয়ে যাওয়ার সময় কিরণকে ঝাড়ু দিয়ে পিটায় এবং ডিম নিক্ষেপ করে। এসময় জনতার তাঁর ফাঁসির দাবি তুলে স্লোগান দিতে থাকে।
দীর্ঘ দিন তিনি গাজীপুরের ভারপ্রাপ্ত মেয়র থাকা অবস্থায় শত শত কোটি টাকার মালিক বনে গেছে বলে জানা গেছে।
তিনি সাবেক মেয়র এম এ মান্নানকেও কৌশলে জেলখাটিয়েছেন বলে অভিযোগ রয়েছে।
সংক্ষিপ্ত প্রতিবেদক: এম রানা।