সিলেট সংবাদদাতা:
সংরক্ষিত জলাভুমি টাঙগুয়ার হাওরে জলমহালে মাছ চুরির দায়ে পেশাদার ৬ চোরকে ভ্রাম্যমাণ আদালত সাজা দিয়ে শ্রীঘরে পাঠিয়েছে।
সাজাপ্রাপ্ত পেশাদার চোরেরা হলো, তাহিরপুরের উওর শ্রীপুর খালা শ্রীপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে বদিউজ্জামান, একই গ্রামের রাশেদ আলীর ছেলে সিরাজ আলী, শামসুল হুদার ছেলে ফরহাদ, আলী উসমানের ছেলে কামরুজ্জামান, গোলাম রব্বানীর ছেলে হাবিবুর রহমান, ফজর রহমানের ছেলে বাদশা মিয়া।
রোববার (১লা ডিসেম্বর) সুনামগঞ্জের তাহিরপুর সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ তথ্য নিশ্চিত করেন।
গেল শনিবার টাঙ্গুয়ার হাওর নিরাপক্তায় নিয়োজিত গোলাবাড়ি-রামসিংহপুর আনসার ভিডিপি সদস্যদের যৌথ অভিযানে ওই ৬ মাছ চোরকে আটক। সেই সঙ্গে ব্যবহার নিষিদ্ধ ৩ হাজার ঘনপুট কোনাজাল দায়িত্বপ্রাপ্ত অফিসারের মাধ্যমে জব্দের পর আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
তাহিরপুর উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামস শাদাত মাহমুদ উল্লাহ জানান, টাঙ্গুয়ার হাওরের একাধিক জলমহালে সংঘবদ্ধ হয়ে চুরি করে কোনাজাল দিয়ে মাছ চুরির সময় আনসার ভিডিপির টহলদল শনিবার ৬ পেশাদার মাছ চোরকে আটক করেন।
পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ জনকে ১৫ দিনের সাজা প্রদান করে থানা পুলিশের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।