শুক্রবার, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সুনামগঞ্জে প্রবাস ফেরত বধুকে হত্যা, ঘাতক স্বামী গ্রেপ্তার!

শেয়ার করুনঃ

সুনামগঞ্জ সংবাদদাতা:
সৌদি প্রবাস স্ত্রী রাকিবা বেগম (৩০)কে শ্বাসরোধ করে হত্যা করেছে তাঁর স্বামী। এ ঘটনায় ঘাতক স্বামীকে আটক করেছে পুলিশ।
নিহত রাকিবা বেগম সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের আহমদাবাদ গ্রামের আছান নবীর মেয়ে এবং একই গ্রামের আখলুছ মিয়া চৌধুরীর ছেলে সাঈদী চৌধুরী।

ওই হত্যাকান্ডের ঘটনায় অভিযুক্ত ঘাতক স্বামী সাঈদী চৌধুরী (২১)কে গ্রেপ্তার করেছে সুনামগঞ্জ থানা পুলিশ।
রোববার (১লা ডিসেম্বর) সকালে সদর উপজেলার আহমদাবাদ গ্রামে ওই হত্যাকান্ডের ঘটনাটি ঘটেছে।
এরপর ওই গৃহবধুর মরদেহ সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মো. নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেন।

নিহতের প্রতিবেশী ও পারিবারবীক সূত্র জানায়, সদর উপজেলার আহমদাবাদ গ্রামের সৌদি প্রবাস ফেরত রাকিবা বেগম (৩০)’র সঙ্গে অসম পার্থক্য থাকার পরও মন দেয়া নেয়ার কারণে ৬ মাস পূর্বে বিয়ে হয় একই গ্রামের যুবক সাঈদী চৌধুরীর সঙ্গে।
রোববার ভোর রাতে কোন এক সময়ে স্বামীর বাড়ির শয়ন কক্ষে পারিবারিক কলহের জের ধরে গৃহবধু রাকিবাকে গলাটিপে শ্বাসরোধ মৃত্যু নিশ্চিত করে তারই স্বামী সাঈদী।

বেলা বাড়ার সাথে পাড়াপ্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। পরে রাকিবাকে বসতঘরের ভেতর নিথর অবস্থায় পড়ে থাকতে দেখে চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর মডেল হাসপাতালে নিয়ে যায় তাঁরা। পরে সেখনকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি হত্যাকান্ড নিশ্চিত হয়ে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার্স সঙ্গীয় ফোর্স নিয়ে গিয়ে আহমদাবাদ গ্রাম থেকে গৃহবধু হত্যাকান্ডে অভিযুক্ত সাঈদী চৌধুরীকে গ্রেফতার করে থানা হেফাজতে নিয়ে আসে।

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১