নিজস্ব প্রতিবেদক:
গাজীপুর মহানগরীর কোনাবাড়ি জরুন এলাকায় ইসলাম গ্রুপে কর্মকর্তা ও শ্রমিকদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘঠেছে।
রোববার (১লা ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।
এ সময় চার শ্রমিক আহত হয়েছে। আহতদের কারখানার ভিতরেই চিকিৎসা দেওয়া হয়েছে।
ইসলাম গ্রপ অফ ইন্ডাস্ট্রিজ লিঃ এর প্রশাসনিক কর্মকর্তা মো. রবিউল ইসলাম এর সত্যতা স্বীকার করেছেন।
তিনি বলেন, আজকের জন্য কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। আহতরা হলো, মো. কোরবান (২২), সজিব (২৪), তোতা মিয়া (৫০) এবং ইমদাদুল (৩০)।
শিল্প পুলিশ সূত্রে জানায়, ইসলাম গ্রুপ অব ইন্ডাস্টিজ লিঃ কারখানায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ৬৪ জন শ্রমিককে ছাটাই করা হয়।
ছাটাইকৃত শ্রমিকদের দেশের শ্রম-আইন অনুযায়ী তাঁদের পাওনাদি পরিশোধ করা হয়। এরপরেও ছাটাইকৃত শ্রমিকদের অভিযোগ তাঁদের নাম বিজিএমইএ ব্লাকলিস্ট রাখা হয়েছে। যার কারণে তাঁদের অন্য কোন কারখানায় চাকুরী হচ্ছে না। বিজিএমইএ থেকে ব্লাকলিস্ট অপসারনের দাবিতে ছাটাইকৃত শ্রমকিরা দুপুরের সময় কারখানার মূল ফটকে এসে কর্মরত শ্রমিকদের ভিতরে প্রবেশ করতে বাধা দেয়।
এ খবর পেয়ে ইসলাম গ্রপ অব ইন্ডাস্টিজ লিঃ কারখানার কর্মকর্তা এবং শ্রমিকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এ ঘটনায় আশেপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুহুর্তের মধ্যে বন্ধ হয়ে যায় দোকান পাট।
দুইজন শ্রমিক মারা গেছে এমন অপ-প্রচার ছড়িয়ে পড়লে বিকেল পৌণে চারটা সময় ছাটাইকৃত শ্রমিকরা মূল ফটকে এসে আবার হামলা চালায়। পরে কারখানার ভিতর থেকে কর্মকর্তারা এসে পাল্টা ধাওয়া দিলে শ্রমিকরা পিছু হটে।
গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, কোনাবাড়ি এলাকায় ইসলাম গার্মেন্টসে শ্রমিকদের সঙ্গে কর্মকর্তাদের ধাওয়া-পাল্টা হয়। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনাস্তলে আমাদের শিল্প পুলিশ, মেট্রো পুলিশ, সেনাবাহিনী কাজ করছ।