নিজস্ব প্রতিবেদ: অসুস্থ বোধ করায় ও নারী সাংবাদিক হওয়ায় চারটি মামলায় গ্রেপ্তার সাংবাদিক মুন্নী সাহাকে শর্ত সাপেক্ষে পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হচ্ছে।
শনিবার (৩০ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক।
ডিবি প্রধান বলেন, পুলিশ মুন্নী সাহাকে আটক করেনি। কারওয়ান বাজারে জনগণ তাঁকে আটক করে। পরে তেজগাঁও থানা পুলিশ তাঁকে উদ্ধার করে ডিবি কার্যালয়ে নিয়ে আসে। জনগণ যখন তাঁকে আটক করে তখন তাঁর প্যানিক অ্যাটাক হয়। তিনি অসুস্থ বোধ করায় এবং নারী সাংবাদিক হওয়ায় সব দিক বিবেচনা করে তাঁকে ৪৯৭ ধারায় পরিবারের জি¤œায় দেওয়া হয়। তাঁকে শর্ত দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে হওয়া চারটি মামলায় জামিন নিতে হবে। এই শর্তে তাঁকে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, মুন্নী সাহাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে রাত ১০টার দিকে কারওয়ান বাজারে অফিস থেকে বের হলে স্থানীয় লোকজন মুন্নী সাহাকে ঘিরে ফেলে। পরে তেজগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাঁকে হেফাজতে নেয় এবং ডিবি কার্যালয়ে নিয়ে আসে।