শনিবার, ১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

গাজীপুরে ইএসডিও’র লার্নিং শেয়ারিং কর্মশলা অনুষ্ঠিত

শেয়ার করুনঃ

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে ইকো-সোসাল ডেভেলেপন্টে অর্গানাইজেশন (ইএসডিও) এর লানিং শেয়ারিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় ১৫ থেকে ২৪ বছরের স্কুল থেকে ঝড়ে পড়া মেয়েদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ট্রেড ভিত্তিক প্রশিক্ষনের মাধ্যমে দক্ষ জনশকিক্ত তৈরীর লক্ষে এএলপি ইউনিসেফের অর্থায়নে ইএসডিও বস্তবায়নে গাজীপুর জেলায় চলমান এএলপি প্রকল্পের লার্নিং শেয়ারিং কর্মশালায়র আয়োজন করা হয়।

এতে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফিন, এডিসি মো: সোহেল রানা, এনডিসি অভ্র জ্যোতি বড়াল, ইএসডিও এর প্রোগাম ম্যানেজার জিনাত আরা বিশ্বাস (সমাপ্তি), মনিটরিং অফিসার মো: শাহাদত হোসেন, সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট মো: নাঈম মিয়া, ফিন্যান্স এন্ড এডিমন অফিসার খন্দকার হাসিবুল বাহার, জব প্লেসমেন্ট অফিসার সৌজন্য সরকার প্রমুখ।

কর্মশালায় জানানো হয়, তৃণমূল মানুষের সাথে, তৃণমূল মানুষের পাশে এই স্লোগানে ১৯৮৮ সাল থেকে বাংলাদেশের বিভিন্ন জেলায় ইএসডিও সংস্থাটি কার্যক্রম শুরু করে। বর্তমানে গাজীপুর, বরিশাল, জামালপুর, শেরপুর, ভোলা, সাতক্ষিরা জেলায় কার্যক্রম পরিচালনা করছে। সংস্থাটি গাজীপুরে ২০২৩ সালে কার্যক্রম শুরু করে এ পর্যন্ত অনানুষ্ঠানিক শিক্ষানবীস আওতায় ৭শ ৫৫ জন ট্রেনিং শুরু করে সম্পন্ন করেছে ৫শ ৮০জন এর মধ্যে ৫শ ৪জন কর্মক্ষেত্রে যোগদান করেছে। একই ভাবে কেন্দ্র ভিত্তিক আওতায় ৬শ ৫৫ জন ট্রেনিং শুরু করে ৪শ ৯৫ সম্পন্ন করেছে এর মধ্যে ৪শ ৪২জন কর্মক্ষেত্রে যোগদান করেছে এবং উদ্যোক্তা হাওয়ার ইচ্ছায় ট্রেনিং শুরু করে ২শ ৭৫জন সম্পন্ন করেে ২শ ৩৫জন নিজ ব্যাবসা করছে। সর্বমোট গত এক বছরে ১হাজার ৭শ ১০ জন ট্রেনিংয়ে অংশ গ্রহণ করে সম্পন্ন করেছে ১হাজার ৩শ ৫০জন এর মধ্যে ১হাজার ১শ ৮১জন কর্মক্ষেত্রে রয়েছে। ইএসডিও সংস্থাটি ঝড়ে পড়া মেয়েদের খুজে বের করে বিভিন্ন ট্রেডে কাজ শিখিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা এবং যারা উদ্যোক্ত তাদের বিভিন্ন এনজিও সংস্থা থেকে ঋণপেতে সহায় করে আসছে।

ট্রেনিং প্রাপ্ত নারীদের মধ্যে কর্মশালায় বক্তব্য রাখেন উদ্যোক্তা শেখ রাজিয়া  সুলতানা এবং ড্রাইভিং প্রশিক্ষন প্রাপ্ত নিপা।

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১