শনিবার, ১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রতিদিন ১ ঘন্টার হাটার ফলে আয়ু বাড়বে ৫ বছর

শেয়ার করুনঃ

সূত্র সিএনএন:

শারীরিকভাবে কর্মক্ষম থাকার সঙ্গে দীর্ঘকাল বেঁচে থাকার সম্পর্ক একাধিক গবেষণায় উঠে এসেছে।

ব্রিটিশ জার্নাল অব স্পোর্টস মেডিসিনে প্রকাশিত সাম্প্রতিক গবেষণা জানিয়েছে, প্রতিদিন কমপক্ষে এক ঘন্টা হাঁটার মধ্য দিয়ে আপনি অত্যন্ত পাঁচ বছর বেশি বাঁচবেন। গবেষণাটি পরিচালনা করেন অস্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ের স্কুল অব মেডিসিন বিভাগের একদল গবেষক। এই গবেষণার নেতৃত্ব দিয়েছেন একই বিভাগের অধ্যাপক ডা. লিনার্ট ভারম্যান।

 

সিএনএনকে দেয়া ইমেইলে অধ্যাপক ডা. লিনার্ট বলেন, ‘দিনের বেলায় মাত্র এক ঘণ্টা আপনার জীবনে যোগ করতে পারে অত্যন্ত ৪৩ হাজার ৮০০ ঘণ্টা! নিয়মমাফিক হাঁটা আপনার ওজন নিয়ন্ত্রণে রাখে, কার্ডিওভাস্কূলার স্বাস্থ্য ভালো রেখে, বিভিন্ন রোগ নিয়ন্ত্রণে রাখে, মাংসপেশি ও অস্থিসন্ধি নমনীয়তা অটুট রাখে বয়স বাড়ার প্রক্রিয়াকে ধীর করে দেয়। ডায়াবেটিস, কয়েক ধরনের ক্যানসার, স্ট্রোক এসবের ঝঁকি কমে যায়। তাই আপনার আয়ু ৫১০ বছর বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

 

৯৮৩ সাল থেকে শুরু হওয়া এই গবেষণা চালানো হয়েছে ২ হাজার ২০০ চল্লিশোর্ধ্ব ব্যক্তির ওপর। তাঁদের একটা অংশ শারীরিকভাবে কর্মক্ষম ছিলেন। গড়ে নিয়মিত ৩১০ মাইল হাঁটতেন। বাকিরা হাঁটতেন না বা অন্য কোনো ব্যায়াম বা শারীরিক পরিশ্রমের কাজ করতেন না। গবেষণায় দেখা গেছে, যাঁরা সপ্তাহে ৭১০ ঘণ্টা হাঁটতেন, তাঁদের গড় আয়ু অন্যদের তুলনায় ৫ বছর ৮ মাস বেশি।

যাঁরা শারীরিকভাবে কর্মক্ষম ছিলেন, তাঁদের ৪টি দলে ভাগ করা হয়। ফ্রথম দল প্রতিদিন গড়ে ৫০ মিনিট, আরেক দল ৭৮ মিনিট, তৃতীয় দল ১০৫ মিনিট ও চতুর্থ দল ১৬৬ মিনিট হাঁটতেন। বেশি হাঁটলেই যে মানুষ বেশি বাঁচবে, বিষয়টি এমন নয়। বরং দিনে অন্তত্য ১ ঘণ্টা হাঁটার ফলে সবাই কমবেশি একই রকমভাবে উপকৃত হয়েছেন।

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১